নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় উপনির্বাচনে সুষ্ঠু পরিবেশের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু হলে দফায় দফায় হামলা চালিয়ে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে হুমকি-ধমকি প্রদান করা হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে আসা ও নির্ভয়ে ভোট প্রদানের ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজার রহমান, দলের নেতা নাসির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ।
মন্তব্য