মুন্সীগঞ্জের লৌহজং, রংপুরের মিঠাপুকুর, যশোরের বাঘারপাড়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, পাবনার চাটমোহর ও হবিগঞ্জের বানিয়াচংয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় র্যাব কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। এ ব্যাপারে প্রতিনিধিদের পাঠানো খবর :
মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন লৌহজংয়ের কনকসার গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী হেনা বেগম (৬০) এবং ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার বাসিন্দা বাসচালক বাদশা মিয়া (৪৫)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল বিকেলে লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের চন্দ্রেরবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর (আঞ্চলিক) : মিঠাপুকুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজু মিয়া (৩০) নামের এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। গত রবিবার রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের গড়েরমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজু মিয়া র্যাব-১৩ রংপুরের এসআই পদে কর্মরত ছিলেন।
বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম (৪৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া শেরশাহ সড়কের দয়ারামপুরে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম দয়ারামপুর গ্রামের জামান শিকদারের ছেলে।
চাটমোহর (পাবনা) : চাটমোহর-পাবনা মহাসড়কের মহেশপুর ইটভাটাসংলগ্ন এলাকায় গতকাল মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। জহুরুল চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার মৃত ওয়াজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় ছামিনা আক্তার (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বড়বাজার-আদর্শবাজার সড়কের সংগ্রাম রায়েরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ছামিনা আক্তার তাকবাজখানী (নোয়াপাড়া) গ্রামের মৃত কালন উল্লার স্ত্রী।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় রিয়া দাশ (৭) নামের একটি শিশু নিহত হয়েছে। গতকাল বিকেলে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলালহাট এলাকায় এ ঘটনা ঘটে। সে বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট দাশপাড়ার বাসিন্দা চন্দন দাশের মেয়ে।
মন্তব্য