kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

১০ মাসের শিশু বাস কাউন্টারে রেখে মা উধাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাত্র ১০ মাসের এক ছেলে সন্তানকে বাস কাউন্টারে রেখে সটকে পড়েছেন এক মা। পরে সেই শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর অলঙ্কার মোড়ের স্টারলাইন বাস কাউন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে পাহাড়তলী থানার ওসি মইনুর রহমান বলেন, সকালে স্টারলাইন কাউন্টারের আশপাশে থাকা টহল টিম খবর পায়, কাউন্টারে এক শিশু কান্না করছে। সেখানে প্রবেশ করে কাউন্টারের লোকজনের সঙ্গে কথা বলে টহল টিম জানতে পারে, এক নারী তাঁর সন্তানকে রেখে গেছেন। ওই নারী তাঁর সন্তানকে রেখে যাওয়ার সময় অন্য এক নারী সেখানে উপস্থিত ছিলেন। তাঁকে বলেন, বাচ্চাটিকে দেখতে। এমন ভাব করেন, যেন তিনি সন্তানকে রেখে কিছু আনতে যাচ্ছেন। ফলে ওই নারী সন্দেহ করেননি। কিন্তু দীর্ঘক্ষণ না আসায় শিশু কান্না শুরু করলে শিশুর মায়ের সন্ধান শুরু হয়। এরপর টহল টিম সেখানে পৌঁছে। তিনি বলেন, পরে শিশুর সঙ্গে একটি টিকাদানের কার্ড পাওয়া যায়। সেই কার্ডে একটি ঠিকানা ছিল।

মন্তব্য