kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

টিকিট বা আমন্ত্রণপত্র ছাড়া শিল্পকলায় ঢোকা যাবে না

নিজস্ব প্রতিবেদক   

১২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে গতকাল রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চ ও মিলনায়তনগুলো ব্যবহারের ক্ষেত্রে ২২টি নির্দেশনা জারি করেছে একাডেমি কর্তৃপক্ষ। নির্দেশনার মধ্যে রয়েছে দর্শক কিংবা অতিথি টিকিট বা প্রবেশপত্র প্রদর্শন ছাড়া একাডেমি চত্বরে প্রবেশ করতে পারবে না। করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় সাত মাস মঞ্চনাটক প্রদর্শনী বন্ধ থাকার পর আগামী ২৩ অক্টোবর থেকে খুলছে শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলো। এই উপলক্ষে শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেনের স্বাক্ষরে নির্দেশনাগুলো জারি করা হয়েছে। নির্দেশনার মধ্যে আরো রয়েছে প্রতিদিন সন্ধ্যার পালায় অনুষ্ঠানের ক্ষেত্রে সাড়ে ৫টায় এবং সকালের পালায় অনুষ্ঠান আরম্ভের এক ঘণ্টা আগে দর্শক ও অতিথিদের জন্য গেট খোলা হবে। অনুষ্ঠান আরম্ভের ৩০ মিনিট পর সেই গেট বন্ধ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা