kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সমুদ্র সম্পদ আহরণে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় নরওয়ে

নিজস্ব প্রতিবেদক   

১২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন। তিনি বলেন, ‘সমুদ্র সম্পদ আহরণে ঐতিহ্যগতভাবে নরওয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হতে পারে।’ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত গতকাল রবিবার এ আগ্রহের কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা