kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

নারী নির্যাতনকে রাজনৈতিকীকরণের অপচেষ্টা করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক   

৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
নারী নির্যাতনকে রাজনৈতিকীকরণের অপচেষ্টা করছে বিএনপি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নারী নির্যাতনের ঘটনাকে রাজনৈতিকীকরণের অপচেষ্টা করছে। সরকার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। এ সময় সম্প্রতি নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ কথা বলেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ শীর্ষস্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ড. হাছান বলেন, নারী নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতির অপচেষ্টা ঠিক নয়। ধর্ষকরা কোনো দলের নয়। নোয়াখালীতে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা কোনো দলের না, সবাই দুষ্কৃতকারী।

মন্তব্য