kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

মোমেন-ওয়া ফোনালাপ

ডাব্লিউটিওতে সমর্থন চেয়েছে সিউল, কর্মী পাঠাতে চায় ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) শীর্ষ পদে অনুষ্ঠেয় নির্বাচনে দক্ষিণ কোরিয়া তাদের বাণিজ্যমন্ত্রীর পক্ষে বাংলাদেশের সমর্থন চেয়েছে। অন্যদিকে বাংলাদেশ কভিডের কারণে আটকে থাকা কর্মীদের ফেরত যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা চেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিউং-ওয়ার ফোনালাপে উভয় পক্ষ এসব প্রত্যাশা জানায়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দেশটির পররাষ্ট্রমন্ত্রী কং তাদের বাণিজ্যমন্ত্রী ইয়ো মিয়োং-হির জন্য ডাব্লিউটিওর নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছেন। ডাব্লিউটিওর মহাপরিচালক (ডিজি) পদে দ্বিতীয় পর্বের ‘এলিমিনেশন রাউন্ডে’ দক্ষিণ কোরিয়ার প্রার্থী নাইজেরিয়া, কেনিয়া, সৌদি আরব ও যুক্তরাজ্যের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী মাসের প্রথম দিকে এর চূড়ান্ত ফল আসতে পারে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামী বছর সিউলে অনুষ্ঠেয় শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক মন্ত্রিপর্যায়ের সম্মেলনের সহসভাপতি হিসেবে বাংলাদেশের সক্রিয় সহযোগিতাও প্রত্যাশা করেছেন। এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে আটকে পড়া দক্ষিণ কোরিয়াপ্রবাসীদের ফিরে যাওয়ার জন্য তাঁদের ভিসা সহজ করার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা