ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত মামলার এজাহার গ্রহণ করে মেজর জিয়ার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৯ নভেম্বর গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য করেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খান, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতি আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সলে সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।
মন্তব্য