kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

জাতিসংঘে বাংলাদেশ

মানবাধিকারের সুরক্ষা, অগ্রায়নে সর্বোচ্চ গুরুত্ব

কূটনৈতিক প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নের ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ভোরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের চলমান ৭৫তম অধিবেশনের আওতায় তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশ নেয় বাংলাদেশ। সেখানে বাংলাদেশের পক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নে এ দেশের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘জনকেন্দ্রিক’ ও ‘সমগ্র সমাজকেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার জনগণের সব মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নে কাজ করে যাচ্ছে। সামাজিক উন্নয়ন, নারী ও বালিকাসহ সব নাগরিকের মানবাধিকার রক্ষা, আইনের শাসন এবং এসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং সাইবার অপরাধ ও মাদকসহ অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। বৈশ্বিক মহামারি কভিড-১৯-এর ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি এবং চলমান আর্থসামাজিক কর্মকাণ্ডে এর সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গৃহীত ত্বরিত ও কার্যকর পদক্ষেপগুলোর কথাও এ সময় উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

মন্তব্যসাতদিনের সেরা