হবিগঞ্জ প্রতিনিধি ও ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে হাওরে মাছ ধারার সময় বজ্রপাতে এক কৃষক ও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার জানান, উপজেলার জলসুখা ইছবপুর গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র শুভ মিয়া (১২) ও একই গ্রামের কৃষক মোজম্মিল মিয়া (৪৫) গতকাল হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। একই দিন দুপুরে ময়মনসিংহের ভালুকায় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের জগেবড় চড়াবিলে বজ্রপাতে মারা গেছেন কৃষক মো. আলাল উদ্দিন (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের এক বিলে মাছ ধরছিলেন আলাল। ওই সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
মন্তব্য