kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

হাবিপ্রবির ১৭ শিক্ষক-কর্মকর্তা কর্মবিরতিতে

দিনাজপুর প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্যের অসহযোগিতায় একাডেমিক ও প্রশাসনিক কাজে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এনে ১৭ শিক্ষক-কর্মকর্তা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনিক কর্মকর্তারা বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। এর আগে দুপুরে কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে প্রশাসনিক কর্মকাণ্ডের বিষয়ে কথা বলতে গেলে তিনি দেখা করেননি। প্রশাসনিক দায়িত্ব পালনে বিরত থাকার  সিদ্ধান্তপত্রে উল্লেখ করা হয়েছে—করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে হাবিপ্রবি উপাচার্য ড. মু. আবুল কাশেম প্রশাসনিক ভবনে অফিস না করায় প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের নেতৃত্বে কর্মকর্তারা উপাচার্যর বাসভবনে দেখা করতে গেলে তিনি সাক্ষাৎ করেননি। এ সময় ট্রেজারার ও রেজিস্ট্রার মোবাইল ফোনে সাক্ষাতের অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। মূল ফটকে প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা প্রায় আধাঘণ্টা অপেক্ষা করে বাধ্য হয়ে ফিরে আসেন।

মন্তব্যসাতদিনের সেরা