kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সড়কে নিভল দুই ভাইসহ চার প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক   

৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুই ভাই। লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বাগেরহাটের রামপালে মারা গেছেন আরেক যুবক। এ ব্যাপারে প্রতিনিধিদের পাঠানো খবর:

বেনাপোল (যশোর) : যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনি মোড় নামক স্থানে গত সোমবার রাতে বাসের চাকায় পিষ্ট হয়ে দুুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন যশোরের বেনাপোলের গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও একই এলাকার পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)।

পাটগ্রাম (লালমনিরহাট) : পাটগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মালেক (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের জেএম ফিলিং স্টেশনের সামনে গুড়িয়াটারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল মালেক উপজেলার জগতবেড় ইউনিয়নের বাসিন্দা।

রামপাল (বাগেরহাট) : খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সড়কের রামপালের রণসেন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্যসাতদিনের সেরা