kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সিএমএসডির ছয় কর্মকর্তাসহ সাতজনের দেশ ছাড়তে মানা

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে দায়ের মামলায় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তাসহ সাত আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক সচিব দিলোয়ার বখ্ত সাংবাদিকদের এ তথ্য জানান। যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা হলেন—কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) উপপরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ডা. শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর ও ডেস্ক অফিসার জিয়াউল হক, ডেস্ক অফিসার (বর্তমানে মেডিক্যাল অফিসার, জামালপুর) সাব্বির আহমেদ, স্টোর অফিসার (পিআরএল) কবির আহমেদ ও সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এরই মধ্যে আব্দুর রাজ্জাককে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করেছে দুদক। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা