kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া শুরু

নিজস্ব প্রতিবেদক   

৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও এমপিএর (মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট) অংশগ্রহণে গতকাল থেকে শুরু হয়েছে যৌথ টহল ও দ্বিপক্ষীয় মহড়া। এবার নিয়ে তৃতীয়বারের মতো এই যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। চলবে  ৫ অক্টোবর পর্যন্ত। যৌথ এ টহল ও মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয়, বানৌজা আবু বকর ও একটি এমপিএ এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান ও আইএনএস খুকরি এবং একটি এমপিএ অংশগ্রহণ করছে। ওই যৌথ টহল ও মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় ও বানৌজা আবু বকর গত শুক্রবার মোংলা নৌ জেটি ত্যাগ করে। আইএসপিআর জানায়, সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদকপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া পরিচালিত হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা