kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

আরো ২১ মৃত্যু বাড়ছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো ২১ মৃত্যু বাড়ছে শনাক্ত

করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১৫ হাজার আটজন, যা গত কয়েক দিনের মধ্যে বেশি। অন্যদিকে সুস্থ হয়েছে এক হাজার ৫৯১ জন, যা গত কয়েক দিনের তুলনায় কম। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে তিন লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছে দুই লাখ ৭৭ হাজার ৭৮ জন এবং মারা গেছে পাঁচ হাজার ২৭২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১৩.২০ শতাংশ ও মোট শনাক্ত হার ১৮.৮৩ শতাংশ। সুস্থতার হার ৭৫.৯১ শতাংশ ও মৃত্যুহার ১.৪৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুসারে ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে ৪১-৫০ বছরের একজন, ৫১-৬০ বছরের ছয়জন ও ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের তিনজন, রাজশাহীর পাঁচজন ও রংপুরের দুজন রয়েছে। হাসপাতালে ১৮ জন ও বাড়িতে তিনজন মারা গেছে।

মন্তব্য