kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

নটর ডেম কলেজে অনলাইন বিজ্ঞান উৎসব

নিজস্ব প্রতিবেদক   

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে সর্বস্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানের নবচেতনায় উদ্ভাসিত করতে নটর ডেম কলেজ বিজ্ঞান ক্লাব আয়োজন করতে যাচ্ছে অনলাইন বিজ্ঞান উৎসব। আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।

Ecstascience’20 : An Interweb SciFest নামের এই জাঁকজমকপূর্ণ উৎসবটি বিজ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মনের খোরাক মেটাতে সহায়ক হবে। উৎসবে থাকছে ১১টি রোমাঞ্চকর ইভেন্ট এবং একটি ওয়ার্কশপ। এই অনলাইনভিত্তিক বিজ্ঞান উৎসবের মাধ্যমেই নটর ডেম বিজ্ঞান ক্লাব শুভ সূচনা করতে যাচ্ছে শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও চিন্তন দক্ষতার বহুমাত্রিক বিকাশে সহায়ক ভিন্নধর্মী কিছু আয়োজনের।

আয়োজকরা জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সক্ষমতাকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের আগ্রহের কথা চিন্তা করে নটর ডেম কলেজ বিজ্ঞান ক্লাবের এই সৃজনশীল আয়োজন। এসব আয়োজনের মাধ্যমে প্রতিযোগীরা বিজ্ঞানকে নিজের বইয়ের গণ্ডি থেকে বের করে জীবনের বাস্তবতায় অনুভব করতে সক্ষম হবে। বিজ্ঞানের সাহায্যে নিজের জীবনকে সহজ ও সাবলীল করার রোমাঞ্চ অনুভব করবে। বিজ্ঞানভিত্তিক কল্পনার রাজ্যে বিচরণ করে নিজেদের সৃজনী ক্ষমতাকে করে তুলবে শাণিত।

মন্তব্যসাতদিনের সেরা