kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

‘সুরসম্রাট’ শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ, ‘সুরসম্রাট’ শচীন দেব বর্মনের ১১৪তম জন্মবার্ষিকী আজ। ১৯০৬ সালের ১ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লায় তাঁর জন্ম।

জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার কুমিল্লা শহরের চর্থা এলাকায় শচীন দেব বর্মনের পৈতৃক নিবাসে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো ও আলোচনাসভার আয়োজনা করা হয়েছে। এতে কুমিল্লা জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, কালচারাল কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সদস্যরা অংশ নেবেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত আকারেই পালিত হবে সংগীতের এই মহারাজার জন্মবার্ষিকী। ‘এস ডি বর্মন’, ‘শচীন কর্তা’ নামেও পরিচিত তিনি।

জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ বলেন, সকাল ১১টায় চর্থা এলাকায় শচীন দেব বর্মনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে হবে আলোচনাসভা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা