kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত
এমসি কলেজে ধর্ষণ

মন্ত্রণালয়ের কমিটি প্রাথমিক রিপোর্ট দেবে আজ

সিলেট অফিস ও নিজস্ব প্রতিবেদক, গাজীপুর    

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের এমসি (মুরারি চাঁদ) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। আর এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। গতকাল বুধবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান এ তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, আয়তন অনুযায়ী সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয়। আর ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে একজন কলেজের ছাত্র এবং অন্যরা বহিরাগত বলে তিনি জানান। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরীকে প্রধান করা হয়। এ ছাড়া মাউশি সহকারী পরিচালক লোকমান হোসেন ও সিলেটের উপপরিচালক নুরে আলমকে সদস্য করা হয়। গত মঙ্গলবার কমিটি তাদের কাজ শুরু করে। দুই দিন সিলেটে থেকে বিভিন্নজনের সঙ্গে আলাপের পর গতকাল রাতেই তাঁদের ঢাকায় ফিরে যাওয়ার কথা। সিলেট ছাড়ার আগে সন্ধ্যায় কলেজ মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফ করে তদন্তদল।

মন্তব্যসাতদিনের সেরা