kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিপি নুর অবাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সামপ্রতিক সময়ে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আসামিদের ক্যাম্পাসে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরো পাঁচ আসামিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করার ঘোষণা দেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস।

মন্তব্যসাতদিনের সেরা