পিএসটিসি ও কালের কণ্ঠ’র যৌথ উদ্যোগে ‘সমতা বিধানের লক্ষ্যে চলো আওয়াজ তুলি’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি কালের কণ্ঠ অনলাইন ও ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হবে। ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়েছে। আয়োজনে সহযোগিতা দিচ্ছে হ্যালো আই অ্যাম (হিয়া)।
আলোচনায় স্বাগত বক্তব্য দেবেন কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করবেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
মন্তব্য