kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ফ্লাইটের সংখ্যা বাড়াতে রিয়াদকে ঢাকার অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদিপ্রবাসী বাংলাদেশিদের সে দেশে ফেরার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি গতকাল বিকেলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপকালে এ অনুরোধ জানান। উল্লেখ্য, করোনা (কভিড-১৯) মহামারির কারণে বেশির ভাগ নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ফিরতে সমস্যা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা