kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

শুভ ‘হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ কালীগঞ্জে

নিজস্ব প্রতিবেদক ও লালমনিরহাট প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুভ ‘হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ কালীগঞ্জে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শুভ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে গতকাল লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধনে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছবি : কালের কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও একটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের টেরিটরি ম্যানেজার জাকারিয়া বিন হক শুভ আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি উঠেছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় তিন দিন আগে শুভর স্ত্রী শেহনীলা নাজ শেন এবং শাশুড়ি আছমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জানতে চাইলে তদন্তকারীরা বলছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জের তুষভাণ্ডার বাজারে গতকাল রবিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শুভর গ্রামের বাসিন্দারা। মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, আফজাল হোসেন, হাসিনা ইয়াসমিন, সুমাইয়া, আবুল কালাম আজাদ বাবু প্রমুখ। গতকাল কালীগঞ্জের মানববন্ধনে শুভর বড় বোন হাসিনা ইয়াসমিন বলেন, ‘শুভ স্বপ্ন দেখতে ও দেখাতে ভালবাসত। আমরা চেয়েছিলাম সে তার ভালোবাসাকে নিয়ে ভালো থাকুক। অথচ তার সেই প্রেম করে বিয়ে করা স্ত্রী ও শাশুড়ি মিলে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।’

মন্তব্যসাতদিনের সেরা