৫০ বছর বয়সী পারভীন, গিরগিটির মতো রং পাল্টান। তাঁর প্রতারণারও হরেক রং। একের ভেতরে তিন বা চার নয়, তিনি একের ভেতরে এক শ। কখনো তিনি ম্যাজিস্ট্রেট, কখনো ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, কখনো ক্যাব সভাপতি, কখনো মানবাধিকারকর্মী, কখনো সাংবাদিক, পরিবেশবিদ কিংবা আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী। তাঁর পরিচিতি এখানেই শেষ নয়। আছে পরিচয়ের আরো লম্বা তালিকা। তিনি এনজিও সংস্থা কিংবা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান, দেশি-বিদেশি একাধিক নিয়োগকারী সংস্থার মহাব্যবস্থাপক হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন।
বিপুল পদের অধিকারী এই নারীকে র্যাব বলছে প্রতারক। প্রতারণার অভিযোগে র্যাব-৭ তাঁকে গ্রেপ্তারের পর পাহাড়তলী থানায় দিয়েছে। গ্রেপ্তার অভিযানের সময় তাঁর হেফাজত থেকে নানা ধরনের নথিপত্র জব্দ করা হয়েছে। এর সবই ভুঁইফোড় পদের অনুকূলে ব্যবহার করা হতো। গত শনিবার পাহাড়তলীর ডিটি রোডের ঢাকা ভবনের দশম তলায় ‘স্বীকৃতি’ নামের একটি এনজিও সংস্থার কার্যালয়ে এই অভিযান চলে। স্বীকৃতি নামের এনজিও সংস্থার নেই সরকারি স্বীকৃতি বা অনুমোদন।
মন্তব্য