kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

শনাক্ত কমলেও মৃত্যু বাড়ছে

আরো ৩২ মৃত্যু শনাক্ত ১২৭৫

নিজস্ব প্রতিবেদক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার কমলেও মৃত্যুহার কমছে না, বরং বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৮তম সপ্তাহে (১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত) মৃত্যু হয় ২১১ জনের, আর ৩৯তম সপ্তাহে (২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত) মৃত্যু হয়েছে ২১৬ জনের। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে সর্বশেষ সপ্তাহে মৃত্যু বেশি হয় ২.৩৭ শতাংশ। এ ছাড়া মোট মৃত্যুহারও আগের তুলনায় বাড়ছে। গতকাল যা ১.৪৪ শতাংশে উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল রবিবার জানিয়েছে, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে এক হাজার ২৭৫ জন ও সুস্থ হয়েছে এক হাজার ৭২৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত তিন লাখ ৫৯ হাজার ১৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে দুই লাখ ৭০ হাজার ৪৯১ জন এবং মারা গেছে পাঁচ হাজার ১৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ১০ জন নারী। যাদের মধ্যে ৩১-৪০ বছরের দুজন, ৪১-৫০ বছরের একজন, ৫১-৬০ বছরের ছয়জন ও ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছে। মৃতদের মধ্যে ২০ জন ঢাকার, পাঁচজন চট্টগ্রামের, একজন রাজশাহীর, চারজন খুলনার ও দুজন সিলেটের।

মন্তব্যসাতদিনের সেরা