কুড়িগ্রামে চার বছরেও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধি চত্বরে স্মৃতি কমপ্লেক্স নির্মাণ না করায় এবং দীর্ঘদিন ধরে সমাধিটি অযত্নে পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে দর্শনার্থীরা। গতকাল রবিবার সৈয়দ হকের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এই ক্ষোভ প্রকাশ করে তারা। দিনটি উপলক্ষে সকালে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষ কুড়িগ্রামের সন্তান দেশবরেণ্য কবি সৈয়দ হকের সমাধিতে ফুল দেয় ও দোয়া মাহফিলে অংশ নেয়। এ ছাড়া কুড়িগ্রাম প্রেস ক্লাব, আইন মহাবিদ্যালয়, উত্তরবঙ্গ জাদুঘর, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
মন্তব্য