চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনায় আক্রান্ত হয়ে কালের কণ্ঠ শুভসংঘের উপজেলা সভাপতি অধ্যাপক রঞ্জিত সাহা (৫০) মারা গেছেন। গত শনিবার রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রঞ্জিত সাহা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার বাসিন্দা।
অধ্যাপক রঞ্জিত সাহার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া প্রমুখ শোক জানিয়েছেন।
মন্তব্য