kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

কালিয়াকৈরে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



গাজীপুরের কালিয়াকৈরে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর বাজার রোডের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক  ভাসমান দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাসস্টেশন, কালিয়াকৈর বাসস্টেশন থেকে সাহেববাজার বাইপাস, কালিয়াকৈর বাসস্টেশন থেকে কালিয়াকৈর বাজার সড়কের দুই পাশ দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিল একটি মহল। এসব ভ্রাম্যমাণ দোকানের জন্য ওই সড়কগুলোতে যানজট লেগেই থাকত। মানুষকে হেঁটে চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হতো। যানজট নিরসন ও ভোগান্তি রোধে গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়কের পাশে ওই সব দোকানপাট উচ্ছেদ করেন।

মন্তব্য