kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

রাষ্ট্রায়ত্ত পাটকলে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবি

খুলনা অফিস   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবন্ধ হওয়া দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আবার মিলগুলো (কল) চালুর দাবি জানিয়েছে খুলনার পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। তারা এই দাবিতে আগামী ২ অক্টোবর বিকেলে খালিশপুর ক্রিসেন্ট গেট চত্বরে শ্রমিক মহাসমাবেশের কর্মসূচিও দিয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের নেতা রুহুল আমিন। সম্মেলনে পরিষদের নেতারা বলেন, করোনাভাইরাস দুর্যোগের মধ্যে সরকার গত ২ জুলাই রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেয়।

মন্তব্য