kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুজনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গৌরীপুরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে আটকে পড়ে বাড়ির মালিক এবং নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে কামাল মিয়া (৩২) ও একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক মমিনুল হক (৩৩)।

স্থানীয় সূত্র জানায়, কামাল মিয়া সম্প্রতি নিজ গ্রামে বাড়ি নির্মাণ শুরু করেন। গতকাল শনিবার নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ শুরু হয়। নির্মাণ শ্রমিক মমিনুল হক সেপটিক ট্যাংকে নামার পর অনেকক্ষণ পার হয়ে গেলেও উঠে না আসায় বাড়ির মালিক কামাল মিয়া তাঁর সন্ধান নিতে ট্যাংকের ভেতরে নামেন। এ সময় দুজনই ট্যাংকের ভেতর আটকা পড়েন। পরে পরিবারের ও স্থানীয় লোকজন তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য