kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

রিজভীর অভিযোগ

পাবনায় বিএনপি এজেন্ট কেন্দ্রে ঢুকতে পারেনি

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রের বাইরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে উপনির্বাচনে ভোটার, বিএনপির এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। গতকাল শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। রিজভী বলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ঈশ্বরদী বিএনপির যুগ্ম আহ্বায়ক কল্লোল, পাকশী ইউনিয়নের বিপ্লব, সলিমপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক অহিদুল ও আবদুল হাইসহ ১৫-২০ জন নেতাকর্মীকে। অবিলম্বে তাঁদের মুক্তির দাবিও জানান তিনি।

এ সময় বিএনপির আবুল খায়ের ভুঁইয়া, অধ্যাপক সাহিদা রফিক, আবদুস সালাম আজাদ, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী আরো বলেন, হঠাৎ করে তথ্যমন্ত্রীর উদ্ভট বক্তব্য জনগণের মনে ঘোরতর সন্দেহের সৃষ্টি হয়েছে। মনে হয়, তাঁর মন্ত্রিত্ব এখন টালমাটাল অবস্থায় আছে। আওয়ামী মন্ত্রীদের বিচার-বুদ্ধি নিয়ে জনগণের মাঝে নানা কথা প্রচলিত আছে। তাঁরা যখনই খুব বিচলিত ও বেকায়দায় পড়েন তখনই তাঁরা ষড়যন্ত্রতত্ত্ব আবিষ্কার করেন।

মন্তব্যসাতদিনের সেরা