kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

নারায়ণগঞ্জে ট্রেনের চার বগি লাইনচ্যুত

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে ট্রেনের চার বগি লাইনচ্যুত

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের নারায়াণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গতকাল ২২২ নম্বর ডাউন ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বড় দুঘটনা থেকে বেঁচে যায় পাশের কাঁচা বাজারের ক্রেতা-বিক্রেতারা। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ২২২ নম্বর ডাউন ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ওই ট্রেনটি সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ১টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছার পর এর চারটি বগি লাইনচ্যুত হয়। বগি অপসারণের জন্য রেলওয়ের কর্মীরা কাজ করছেন। গতকাল সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বগি অপসারণের কাজ চলছিল।

মন্তব্যসাতদিনের সেরা