kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

আরেকটি মামলা করলেন ঢাবির সেই ছাত্রী

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মামলা করেছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের এই ছাত্রী এর আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের নামে দুটি মামলা করেছেন। তবে এবার নুরের বিরুদ্ধে তিনি মামলা করেননি। মামলায় বিবাদী হিসেবে ফেসবুকের ৯টি আইডি ও একটি গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে।

শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ জানান, ওই ৯টি ফেসবুক আইডির নাম হলো—তামান্না ফেরদৌস শিখা, তামান্না আকতার, তাজুল ইমলাম আকাশ, শারমিন রিজিয়া, এইচ এম হোসাইন বিন নুর, মো. তুহিন মোল্লাহ হৃদয়, মেহেদী হাসান সুজন ও রেজাউল করিম কাজল। আর ফেসবুক গ্রুপের নাম ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’। এর আগে নুরুল হক নুরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করেন ওই ছাত্রী। গতকালের মামলায় তিনি উল্লেখ করেন, ‘নুরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতাকর্মীর নামে মামলা করার পর থেকে ফেসবুকের বিভিন্ন আইডি এবং গ্রুপ থেকে আমার নামে অপপ্রচার চালানো হয়। এতে আমার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানি হয়েছে। এ ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি।’

মন্তব্য