kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

সিঁদ কেটে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জের করিমগঞ্জে সিঁদ কেটে শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় আলী হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাছবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর ইউনিয়নের বাসিন্দা।

করিমগঞ্জ থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, ঘটনার পর আলী হোসেন পালিয়ে ঢাকা চলে যান। পুলিশ বিশেষ কৌশলে তাঁকে গাছবাজার এলাকায় নিয়ে আসে এবং গ্রেপ্তার করে। গত ৬ সেপ্টেম্বর রাতে শিশুটি ঘুমিয়ে ছিল। মধ্যরাতের দিকে আলী হোসেন সিঁদ কেটে ঘরে ঢুকে শিশুটিকে বাড়ির পাশের ফসলি জমিতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে গ্রামের এক নারী ঘটনাস্থলে যান। এরপর শিশুটিকে নেওয়া হয় কিশোরগঞ্জ হাসপাতালে।

মন্তব্যসাতদিনের সেরা