kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

‘দ্বিতীয় ঢেউ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রহস্যঘেরা’

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের হঠাৎ বক্তব্য রহস্যঘেরা। সরকারি তথ্য মতে, প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে। করোনা টেস্ট অর্ধেকে নামিয়ে দিয়েছে সরকার। অফিস-আদালতসহ সব কিছু খুলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে কোথাও কিছু ঘটছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরাতে চায়। দেশজুড়ে বড় কিছু ঘটনা আড়াল করতেই করোনা ধেয়ে আসার জিগির তোলা হচ্ছে। দ্বিতীয় দফা সংক্রমণ যে আসবেই ধরাবাঁধা এমন কোনো কিছু নেই।’ তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বাংলাদেশে বুধবার করোনা সন্দেহে পরীক্ষিত মোট নমুনার ১১.৭৭ শতাংশকে সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে গত এক থেকে দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার কমবেশি ১২ শতাংশের মতো। সেখানে মন্ত্রীরা কিসের ভিত্তিতে বলছেন করোনার দ্বিতীয় ওয়েভ আসছে?’

মন্তব্যসাতদিনের সেরা