kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

‘দেশের স্বাস্থ্য খাতও করোনায় আক্রান্ত’

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকারের ব্যর্থতা, দুর্নীতির কারণে স্বাস্থ্য খাত আজ ভঙ্গুর, দুর্দশাগ্রস্ত। এই স্বাস্থ্য খাত করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্ত মানে ভেন্টিলেশনে আছে। সরকারও কিন্তু এ রকম ভেন্টিলেশনেই আছে।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ‘মৎস্য খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুর রহিমের পরিচালনায় এ সভায় দলের নেতা অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, লুৎফর রহমান কাজল প্রমুখ বক্তব্য দেন। গয়েশ্বর রায় বলেন, ‘স্বাস্থ্য খাতের অবস্থা যদি ভেন্টিলেশনে হয় তাহলে বাংলাদেশে ডাক্তারদের দুর্দিন আসছে। জনগণের মধ্যে একটা অনাস্থা আসছে।’

মন্তব্যসাতদিনের সেরা