kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

গাড়ির ফিটনেস পরীক্ষা কেন্দ্র স্থাপন

অগ্রগতি জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফিটনেসবিহীন পরিবহন শনাক্ত করতে সারা দেশে যানবাহন পরীক্ষণ কেন্দ্র (ভেহিকল ইন্সপেকশন সেন্টার-ভিআইসি) স্থাপন বিষয়ে কার্যক্রমের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দুই মাসের মধ্যে তা জানাতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। বিআরটিএর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রাফিউল ইসলাম।

বিআরটিএর আইনজীবী আদালতকে জানান, বিআরটিএ ২০১৯ সালের ডিসেম্বরে ও চলতি বছরের জানুয়ারিতে পৃথক দুটি বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, বেসরকারি গাড়ির লাইসেন্সের মেয়াদ প্রথমবার পাঁচ বছর ও পরবর্তী সময়ে প্রতি দুই বছর অন্তর ফিটনেস নবায়ন করা যাবে। আর গাড়ি যেখানেই নিবন্ধন হোক না কেন বিআরটিএর যেকোনো সার্কেল থেকেই ফিটনেস নবায়ন করা যাবে। তিনি আদালতকে বলেন, ‘সারা দেশে আরো ১২টি ভিআইসি স্থাপনে দরপত্র আহ্বান করা হয়েছে। এর কার্যক্রম চলমান। আমরা দুই মাসের মধ্যে এর একটা অগ্রগতি জানাতে পারব।’ এরপর আদালত এ বিষয়ে অগ্রগতি জানাতে দুই মাস সময় দিয়ে আদেশ দেন।

সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে যথাযথ পদক্ষেপ নিতে ২০১৮ সালের ৯ জুলাই বিআরটিএ চেয়ারম্যানকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ।

মন্তব্য