kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

ঢাবির বিবিএ শিক্ষার্থীরা পাচ্ছেন গ্রামীণফোনের ৩০ জিবি ডাটা সিম

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনলাইন ক্লাস সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের (বিবিএ) শিক্ষার্থীরা পাচ্ছেন গ্রামীণফোনের ৩০ জিবি ডাটা সিম কার্ড। গ্রামীণফোনের সঙ্গে চুক্তির আওতায় এই সিম দেওয়া শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে এই সিম কার্ড দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বর্তমান ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে ডাটা প্যাকেজ সিমটি পাঠানো হচ্ছে। যেসব শিক্ষার্থী সিম গ্রহণের জন্য এখনো নিবন্ধন করেনি, তাদের www.fbs-du.com/gpsim ওয়েবসাইটে নিবন্ধন করতে বলা হয়েছে। গত ১৯ আগস্ট এই কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মুহাম্মদ আব্দুল মঈন উপস্থিত ছিলেন।

মন্তব্য