kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

শোক

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরওশন আলী

কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রওশন আলী (৬০) গত  সোমবার রাতে উপজেলার বাউশলা গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।  কেশবপুর (যশোর) প্রতিনিধি।

রত্নেশ্বর সিং

বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রত্নেশ্বর সিং (৪১) গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে মাধাইনগর শ্মশানে তাঁকে দাহ করা হয়েছে। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ডা. গজেন্দ্র নাথ মাহাতো প্রমুখ তাঁর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

অনাদী দাস

ঝালকাঠি শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কমিশনার অনাদী দাস (৫৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল মঙ্গলবার দুপুরে পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসায় মারা গেছেন। গতকাল রাতে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম), জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু প্রমুখ। ঝালকাঠি প্রতিনিধি।

মন্তব্য