kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন। গত সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসির বিজ্ঞ সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর পিএসসি চেয়ারম্যান ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দর্শনার্থী বইয়ে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য