kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

‘মুক্তির মহানায়ক’ প্রদর্শনীর সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিল্পকলা একাডেমি আয়োজিত চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী ‘মুক্তির মহানায়ক’-এর সময় বাড়ানো হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১, ২ ও ৩ নম্বর গ্যালারি এবং জাতীয় চিত্রশালা প্লাজার বঙ্গবন্ধু কর্নারে প্রদর্শনী চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যালারি পরিদর্শন করা যাবে। পাশাপাশি চিত্রকর্ম ও আলোকচিত্রে ভার্চুয়াল প্রদর্শনীও চলছে। ভার্চুয়াল গ্যালারি পরিদর্শনের জন্য অনলাইনে ংযরষঢ়ধশধষধ.মড়া.নফ ভিজিট করতে হবে। মুজিববর্ষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই প্রদর্শনীর আয়োজন করেছে। গত ২৩ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্যসাতদিনের সেরা