kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

মেহেরপুরে করোনা সচেতনতায় সভা শুভসংঘের

মেহেরপুর প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক পথ শোভাযাত্রা কর্মসূচি পালনের লক্ষ্যে কালের কণ্ঠ শুভসংঘ মেহেরপুর জেলা শাখার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ছহিউদ্দিন ডিগ্রি কলেজ ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি ও ওই কলেজের অধ্যক্ষ একরামুল আযীম। জেলা শাখার সাধারণ সম্পাদক আল ইকরাম সোহাগের সঞ্চালনায় বক্তব্য দেন কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, কমিটির উপদেষ্টা সাংবাদিক মাহাবুব চান্দু, সহকারী অধ্যাপক লুতফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সাহিত্যবিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক বাপ্পী, বিজ্ঞানবিষয়ক সম্পাদক হাসানুজ্জামান, সদস্য মাহফুজ আলম ইমন প্রমুখ। সভায় আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মহামারি নিয়ে সচেতনতামূলক পথ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা