kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ফের দর্শক সমাগমে মুখর হচ্ছে দনিয়া স্টুডিও থিয়েটার হল

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়া স্টুডিও থিয়েটার হল ফের দর্শকের জন্য উন্মুক্ত হচ্ছে আজ শনিবার। বিকেল ৫টায় কথক থিয়েটারের নতুন নাটক ‘নিঃশ্বাস’ মঞ্চায়নের মাধ্যমে নিয়মিত প্রদর্শনী শুরু হচ্ছে হলটিতে। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ ছিল এটি। ১০০ আসনের হলটিতে স্বাস্থ্যবিধি মেনেই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন নাট্যজন মো. শাহনেওয়াজ। তিনি জানান, আগামী অক্টোবরে সাতটি দল নিয়ে নাট্যোত্সবের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোহান নেওয়াজ রচিত নাটক ‘নিঃশ্বাস’-এর নির্দেশনা দিয়েছেন মো. শাহনেওয়াজ। নাটকটিতে অভিনয় করেছেন শাকিল, রোহান নেওয়াজ, ফাইয়াজ ফারদিন, আমেনা খাতুন ও নামিরা। দনিয়া স্টুডিও থিয়েটার গত বছরের ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে আন্তর্জাতিক একক নাট্যোত্সবের আয়োজনের মাধ্যমে। প্রথম বছরে এই হলে ৪৯টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে নাটক ছাড়াও ছিল মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, লোকগান, আবৃত্তি, সেমিনার প্রভৃতি।

মন্তব্যসাতদিনের সেরা