kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

অ্যাটর্নি জেনারেল আইসিইউয়ে

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅ্যাটর্নি জেনারেল আইসিইউয়ে

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শুক্রবার সকালে তাঁকে আইসিইউয়ে স্থানান্তর করা হয়। আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মাহবুবে আলমের সুস্থতার জন্য তাঁর পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। গত ৪ সেপ্টেম্বর মাহবুবে আলমকে সিএমএইচে ভর্তি করা হয়। এত দিন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশও নিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা