জাতীয়তা হচ্ছে মানবিক সংস্কৃতির সৃজনশীল শক্তি আর সংস্কৃতি হচ্ছে জাতীয়তার সৃজনশীল শক্তি।
আলেকজান্দ্রু সি কুজা
আমি একজন বিশ্বনাগরিক আর সহানুভূতি হচ্ছে আমার জাতীয়তা।
সক্রেটিস
বয়স, জাতীয়তা বা ধর্ম-নির্বিশেষে দয়া একটি সর্বজনীন ভাষা।
অ্যালেক্স ফার্গুসন
মহান নীতি, মহান আদর্শ কোনো জাতীয়তা জানে না।
মার্কাস গার্ভি
মন্তব্য