kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

পবিত্র আখেরি চাহার শোম্বা ১৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার ১৪৪২ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শনিবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ১৪ অক্টোবর পবিত্র আখেরি চাহার শোম্বা (মহানবী (সা.)-এর রোগমুক্তির দিন) উদ্যাপিত হবে। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শাফায়াত মাহবুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা