নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে দুই দিন ধরে বন্ধ আছে ফেরি চলাচল। বিকল্প চ্যানেলে প্রায় ২৮ কিলোমিটার পথ ঘুরে শরীয়তপুরের জাজিরার পালেরচর হয়ে গত মঙ্গল ও বুধবার দুটি ফেরি চলাচল করে। তবে এই দীর্ঘ পথ পাড়ি দিতে ফেরির ইঞ্জিনে সমস্যা হওয়ার আশঙ্কা থাকায় ওই পথেও ফেরি চলাচল বন্ধ হয়েছে। এ পরিস্থিতিতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের উভয় ঘাটে আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক। বিআইডাব্লিউটিএ কাঁঠালবাড়ী ঘাটের সহকারী ম্যানেজার ভজন কুমার সাহা বলেন, ‘সংকট নিরসনে নদীতে ড্রেজিং চলছে। তবে কবে নাগাদ চ্যানেল চালু করা সম্ভব হবে তা ড্রেজিং বিভাগ এখনো আমাদের জানায়নি। তাই এ রুট ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।’
মন্তব্য