kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

জাতীয়করণ থেকে বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   

১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে তাঁরা সম্প্রতি জারি হওয়া সরকারি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। জাতীয়করণবঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন বলেন, ‘সম্প্রতি নতুন করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে আমরা মানববন্ধন ও বিক্ষোভ করছি। অতি দ্রুত প্রজ্ঞাপনটি বাতিল করে বেসরকারি বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা নিতে হতে।’ অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষকরা বলেন, ২০১৩ সালে একযোগে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার পরও প্রায় চার হাজার স্কুল বাদ পড়ে যায়। এসব স্কুলে ১৬ হাজার শিক্ষক রয়েছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও মাঠ প্রশাসনের ভুলে তাঁরা বাদ পড়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা