kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

‘বায়ুরোধী ব্যাগ কৃষি খরচ কমাবে’

বাকৃবি প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফসল কাটার পর পরবর্তী খরচ কমানোর জন্য বিএইউ-এসটিআর ড্রায়ার ও বায়ুরোধী ব্যাগ খুবই কার্যকর। ফলে কৃষকদের মধ্যে এটির সম্প্রসারণ প্রয়োজন। গতকাল বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোস্ট হারভেস্ট লস রিডাকশন ইনোভেশন ল্যাব বাংলাদেশ ফেজ-২ আয়োজিত বার্ষিক কর্মশালার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। এ সময় তিনি ফসল কাটার পরবর্তী অপচয় কমানোর জন্য উদ্ভাবিত প্রযুক্তিগুলোর মধ্যে বাংলাদেশে শস্য ও বীজ শুকানো ও সংরক্ষণের জন্য বিএইউ-এসটিআর ড্রায়ার, বায়ুরোধী ব্যাগ ব্যবহারে কৃষি উন্নয়ন নীতিমালায় সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন।

মন্তব্যসাতদিনের সেরা