kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

শ্রীপুরে বাবা স্ত্রী মেয়েকে কুপিয়েছেন মাদকাসক্ত যুবক

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর   

১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় নেশার টাকা না দেওয়ায় বাবা, স্ত্রী ও মেয়েকে কুপিয়েছেন মাদকাসক্ত যুবক রফিকুল ইসলাম তারিম (৩৫)। ওই সময় স্থানীয় লোকজন টের পেয়ে ছুটে গেলে ওই মাদকাসক্ত যুবক পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবকের বাবা রিয়াজ উদ্দিন (৭৫), স্ত্রী মিতা (২৭) ও মেয়ে তুলিকে (১২) উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রিয়াজ উদ্দিন ও মিতাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দুজনের অবস্থা সংকটাপন্ন।

মন্তব্যসাতদিনের সেরা