kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম মারা গেছেন

ভোলা প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম মারা গেছেন

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুসী গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া শোক জানিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।  মরহুমার জানাজা বাদ আসর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

আইনমন্ত্রীর শোক

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইনমন্ত্রী বলেন, বাঙালি জাতি রত্নগর্ভা ‘মাতা’ মালেকা বেগমের কাছে চিরকৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকবে।

মন্তব্যসাতদিনের সেরা